ভিন রাজ্যে অত্যাচারিত মুসলিম নারী শ্রমিকরা

আমাদের মহান দেশে বাঙালি মুসলিম নারীরা ত্রিগুণ নির্যাতিত একবার মুসলমান হবার দোষে, আরেকবার বাঙালি হবার কারণে, আরও একবার নারী বিদ্বেষীদের আস্ফালনে! আমরা সত্যিই জানিনা এই নোংরামির শেষ কোথায়! এই যে পুরো এনসিআর (National Capital Region) দিল্লি জুড়ে বাঙালি বিদ্বেষের ঘেন্না দাবানলের মতো ছড়িয়ে, অকারণে শারীরিক হেনস্থা করে, কিছু মানুষকে আতঙ্কগ্রস্ত করে, তাঁদের স্বপ্নকে দুমড়ে- মুচড়ে পিষে দেওয়া হয়েছে, এর দায়ভার কে নেবে?

by তামান্না | 06 January, 2026 | 714 | Tags : misogyny Discrimination against women Bengali Muslim India