ভিন রাজ্যে অত্যাচারিত মুসলিম নারী শ্রমিকরা

আমাদের মহান দেশে বাঙালি মুসলিম নারীরা ত্রিগুণ নির্যাতিত একবার মুসলমান হবার দোষে, আরেকবার বাঙালি হবার কারণে, আরও একবার নারী বিদ্বেষীদের আস্ফালনে! আমরা সত্যিই জানিনা এই নোংরামির শেষ কোথায়! এই যে পুরো এনসিআর (National Capital Region) দিল্লি জুড়ে বাঙালি বিদ্বেষের ঘেন্না দাবানলের মতো ছড়িয়ে, অকারণে শারীরিক হেনস্থা করে, কিছু মানুষকে আতঙ্কগ্রস্ত করে, তাঁদের স্বপ্নকে দুমড়ে- মুচড়ে পিষে দেওয়া হয়েছে, এর দায়ভার কে নেবে?

by তামান্না | 06 January, 2026 | 723 | Tags : misogyny Discrimination against women Bengali Muslim India

বাঙালি? না মুসলিম? না বাংলাদেশি? না ভারতীয়?

আমি নাস্তিক, বাঙালি, বামপন্থী, নারীবাদী। কিন্তু আমার নিজের পরিচয়ের ওপর কোনও অধিকার নেই। এতদিনে যদিও অনেকেই বুঝেছে যে নাস্তিক বা আস্তিক বাঙালিরাও মুসলমান সমাজে জন্ম নিতে পারে। কিন্তু প্রশ্ন এখন আমার নাগরিকত্ব নিয়ে। বাঙালি বলে পরিচিত হতে চাওয়ার খেসারত কাগজ গুছিয়ে রাখা। কোনদিন কাজে লেগে যায়! ২০২৩-এ দেশের অন্যতম সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের নয়ডা অফিসে কাজ করার সময় এক কলিগের কথা এখনো কানে ভাসে "তুম কল্কাত্তা কা মুসালমান  হওঁ? বাংলাদেশি তো নাহি হওঁ না? হা হা হা।"

by উৎসা সারমিন | 09 January, 2026 | 69 | Tags : Bengali Muslim Bangladeshi or Indian Unity in Diversity Religious Politics